রিটার্ন ছাড়াই ১৩ সেবা, স্বস্তিতে সাধারণ করদাতা

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকে বেশ কিছু সরকারি ও বেসরকারি সেবা নিতে আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। ফলে সাধারণ করদাতারা কিছুটা স্বস্তি পেলেন। আগে এসব সেবা নিতে সর্বশেষ আয়বর্ষের রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হতো।

এখন থেকে নিচের ১৩টি সেবার ক্ষেত্রে আর রিটার্ন জমার সনদ দেখাতে হবে না:

১. ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়


২. ১০ লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানত (এফডিআর) খোলা ও বজায় রাখা


৩. যেকোনো ধরনের ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়ন


৪. সিটি করপোরেশন/পৌর এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ


৫. সমবায় সমিতির নিবন্ধন


৬. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ারের নতুন লাইসেন্স গ্রহণ


৭. চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণ


৮. পাঁচ লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলা


৯. এমপিওভুক্ত দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি অর্থপ্রাপ্তি


১০. মোবাইল ব্যাংকিং/ই-ট্রান্সফারে কমিশন, ফি বা অর্থ প্রাপ্তি (স্বাভাবিক করদাতার ক্ষেত্রে)


১১. স্ট্যাম্প, কোর্ট ও কার্টিজ পেপার ভেন্ডর বা দলিল লেখকের লাইসেন্স নিবন্ধন


১২. ত্রিচক্র মোটরযানের নিবন্ধন, মালিকানা হস্তান্তর বা ফিটনেস নবায়ন

১৩. ই-কমার্স ব্যবসায় লাইসেন্স গ্রহণ (ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারী)

এই সিদ্ধান্তের ফলে বহু সাধারণ নাগরিকের আর্থিক কার্যক্রম সহজ হবে বলে আশা করা হচ্ছে।


বাংলাদেশ জার্নাল/ওএফ


%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a7%a7%e0%a7%a9-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *