রাবির ‘এ’ ইউনিটে ৭৫০ ওএমআর বাতিল


রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২৯ এপ্রিল ২০২৫  
আপডেট: ২০:০৩, ২৯ এপ্রিল ২০২৫

দাবি প্রত্যাখান: রাবির ‘এ’ ইউনিটে ৭৫০ ওএমআর বাতিল


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রোল ও সেট কোডের বৃত্ত ভরাটে সমস্যার কারণে অন্তত ৭৫০ ওএমআর বাতিল করা হয়েছে।

এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ‘বি’ ইউনিটের মতো ওএমআর সংশোধনের মাধ্যমে পুনর্মূল্যায়নের দাবি জানালে তা প্রত্যাখ্যান করেছে ভর্তি উপকমিটি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ওএমআর বাতিল নিয়ে আয়োজিত সভায় রাবির ভর্তি উপকমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।

জানা যায়, গত ১২ এপ্রিল ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৭ এপ্রিল ফল প্রকাশিত হয়। এই ইউনিটে মাত্র নয়টি ওএমআর বাতিল হলেও ‘এ’ ইউনিটের বেলায় তা দাঁড়িয়েছে অন্তত ৭৫০টিতে।

কারণ হিসেবে জানা গেছে, ‘বি’ ইউনিটে রোল ও সেট কোডের বৃত্ত ভরাটে ত্রুটির কারণে যেসব ওএমআর বাতিল হয়েছিল, সেগুলো ম্যানুয়ালি চেক করে সংশোধন করেছিল সংশ্লিষ্ট ইউনিট কর্তৃপক্ষ। কিন্তু ‘এ’ ইউনিটে বৃত্ত ভরাটে ত্রুটি হলেই তা পুরোপুরি বাতিল করা হয়েছে। ম্যানুয়ালি যাচাই করে সংশোধন করা হয়নি।

বিষয়টি জানাজানি হলে ‘বি’ ইউনিটের মতো ‘এ’ ইউনিটেও ম্যানুয়ালি যাচাই করে ওএমআর সংশোধন করে ফলাফল পুনঃপ্রকাশের দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় ভর্তি উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে প্রকাশিত ফলাফল সংশোধন না করার সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম বলেন, “ওএমআর বাতিল হওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেন, যাতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে আজ (মঙ্গলবার) সকালে ভর্তি উপকমিটির একটি মিটিং আহ্বান করা হয়। মিটিংয়ে ফলাফল পুনঃপ্রকাশের আবেদন প্রত্যাখ্যান হয়েছে।”

ঢাকা/ফাহিম/মেহেদী


%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87-%e0%a7%ad%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%93%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%86

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *