প্রকাশিত: ১১:৩৫, ১৬ জুলাই ২০২৫
আপডেট: ১১:৩৯, ১৬ জুলাই ২০২৫

বাবার সঙ্গে রবি তেজা
তেলেগু সিনেমার তারকা অভিনেতা রবি তেজার বাবা ভূপতিরাজু রাজগোপাল রাজু মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে হায়দরাবাদের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর। খবর ইন্ডিয়া টুডের।
রবি তেজার মুখপাত্র জানান, গতকাল রাতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন ভূপতিরাজু রাজগোপাল রাজু। তার শেষকৃত্যের বিষয়ে খুব দ্রুত জানানো হবে।
রবি তেজার ভক্ত-অনুসারী এবং শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় অভিনেতার প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাজগোপাল রাজু একজন ফার্মাসিস্ট ছিলেন। তার ছেলে রবি তেজা যশ-খ্যাতি কুড়ালেও হায়দরাবাদে খুব সাধারণ জীবনযাপন করতেন।
রাজগোপাল রাজু ব্যক্তিগত জীবনে রাজ্য লক্ষ্মীর সঙ্গে ঘর বাঁধেন। এ সংসারে জন্ম নেয় তিন পুত্র সন্তান। তারা হলেন— রবি তেজা, রঘু রাজু ও ভরত রাজু। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান ভরত রাজু।
ঢাকা/শান্ত
%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8
Leave a Reply