নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:৩৪, ২৪ মে ২০২৫

ফাইল ফটো
চিহ্নিত মাদক ব্যবসায়ী যশোর ঝিকরগাছা উপজেলার শাবানা বেগমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
শনিবার যশোরের বিশেষ বিচারক (জেলা জজ) এসএম নুরুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।
দণ্ডিত শাবানা ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের আইমুদ্দীন গাজীর মেয়ে। এছাড়া এ মামলায় আরেক আসামি বেনাপোলের বালুন্ডা আওলিয়াপাড়ার সিরাজুল আওলিয়ার ছেলে শফিকুল আওলিয়াকে মুক্তি দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৭ জুলাই শার্শা থানা পুলিশের কাছে খবর আসে জামতলা শার্শা সড়কের বিশ্বাস ব্রিকসের সামনে রাস্তায় দুইজন মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে শাবানাকে আটক করে পুলিশ। এ সময় পালিয়ে যায় শফিকুল আওলিয়া।
পরে শাবানার হাতে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানার এসআই মুরাদ হোসেন বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ২০১৭ সালের ৩১ জুলাই ওই দুইজনকে অভিযুক্ত করে একই থানার এসআই শফিকুল ইসলাম আদালতে চার্জশিট জমা দেন।
শনিবার শাবানার উপস্থিতিতে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে শাবানাকে কারাগারে পাঠানো হয়।
ঢাকা/রিটন/মেহেদী
%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc
Leave a Reply