তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা পুলিশের বাঁধা উপেক্ষা করে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশের টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়েছে তারা।
সোমবার (৭ জুলাই) দুপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে পদযাত্রায় অংশ নেয়া সদস্যরা যমুনার দিকে যাত্রা শুরু করেন। তবে এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে।
প্রাথমিকভাবে পুলিশি বাধার মুখে পড়লেও পরে ওই সদস্যরা কঠোর চেষ্টা চালিয়ে ব্যারিকেড ভেঙে পদযাত্রা চালিয়ে যান। পুলিশের পক্ষ থেকে তাদের আটকানোর চেষ্টা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যকার আলোচনা চলছে যাতে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
%e0%a6%af%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8
Leave a Reply