মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’, সঙ্গী ৮ নায়িকা

প্রকাশিত: ১৮:৩৯, ১১ মে ২০২৫  
আপডেট: ১৮:৪১, ১১ মে ২০২৫

মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’, সঙ্গী ৮ নায়িকা

আট নায়িকার সঙ্গে মোশাররফ করিম


অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগির মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম হইচই-তে। কমেডি ঘরানার এই সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সঙ্গে থাকছেন একঝাঁক তারকা অভিনেত্রী— তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, নতুন মুখ অদিতি এবং বৃষ্টি।

নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজে যুক্ত হয়েছি। তাছাড়া অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ।”

নতুন মোশাররফ করিমকে দেখা যাবে সিরিজটিতে। এই অভিনেতা বলেন, “দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবেন। এই সিরিজে রুনা খান গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক ভিন্নধর্মী নারীর চরিত্রে অভিনয় করেছেন।”

এছাড়া তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম এবং ফারহানা হামিদও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন। অদিতি ও বৃষ্টি এ সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রাখবেন।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, “সবার জন্য এটি ছিল দুর্দান্ত এক জার্নি। এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকের কাছে আমাদের ‘বোহেমিয়ান ঘোড়া’ পৌঁছানোর। এই সিরিজে আব্বাস (মোশাররফ করিম) কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার।”

ঢাকা/রাহাত/শান্ত


%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%ab-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *