ক্লাব ফুটবলে বার্সেলোনার সোনালি যুগের অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে ফের একসঙ্গে খেলার পর এবার মাঠের বাইরেও হাত মেলালেন দুই কিংবদন্তি। উরুগুয়েতে গড়ে তুললেন নিজেদের নতুন ফুটবল ক্লাব।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় মেসি ও সুয়ারেজ জানান, তারা যৌথভাবে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছেন, যা উরুগুয়ের চতুর্থ স্তরের লিগ থেকে যাত্রা শুরু করবে। ক্লাবের নাম ও অন্যান্য বিস্তারিত এখনো প্রকাশ না করলেও, ফুটবলের প্রতি তাদের ভালোবাসা ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার এই উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে বিশ্বজুড়ে।
দুই বন্ধু এর আগেই ঘোষণা দিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ প্রান্তে নিজেদের দেশকে কিছু ফিরিয়ে দিতে চান। এবার তাদের সেই স্বপ্ন রূপ নিচ্ছে বাস্তবে।
বাংলাদেশ জার্নাল/জেএইচ
%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95
Leave a Reply