মেসি-সুয়ারেজের নতুন ক্লাব ‘দিপোর্তিভো এলএসএম’

বার্সেলোনায় এক সঙ্গে গৌরবময় দিনগুলির সাক্ষী ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সেই বন্ধুত্ব তার পর থেকে অটুট আছে এখনও। তারা দুজনেই এখন মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির সতীর্থ। এবার তো দীর্ঘদিনের বন্ধুত্বকে নতুন এক অধ্যায়ে নিয়ে গেছেন। একসঙ্গে প্রতিষ্ঠা করেছেন দিপোর্তিভো এলএসএম ক্লাব। যা উরুগুইয়ান পেশাদার ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করবে। 

শুরুতে ডিপোর্তিভো এলএস নামে পরিচিত এই ক্লাবটি ২০১৮ সালে উরুগুয়ের সিউদাদ দে লা কোস্তায় প্রতিষ্ঠা করেন সুয়ারেজ। যার লক্ষ্য ছিল স্থানীয় প্রতিভাবানদের গড়ে তোলা এবং কর্মসংস্থান ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সম্প্রদায়কে কিছু ফিরিয়ে দেওয়া।

মঙ্গলবার সুয়ারেজ ঘোষণা দেন ক্লাবটির নতুন নামকরণ বিষয়ে। যেখানে ‘এম’ যুক্ত হয়েছে আর্জেন্টিনার অধিনায়ক মেসির সম্মানে। কারণ এখন এই প্রকল্পে অংশীদার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তিনি।

এই দলটি আবার তাদের পরবর্তী ধাপে এগোচ্ছে। অংশ নিতে যাচ্ছে উরুগুয়ের চতুর্থ বিভাগের পেশাদার প্রতিযোগিতায়।

সুয়ারেজ তার ইনস্টগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে বলেছেন,‘ডিপোর্তিভো এলএস, একটি পারিবারিক প্রকল্প, একটি পারিবারিক স্বপ্ন যা শুরু হয়েছিল ২০১৮ সালে। এখন আমাদের তিন হাজারের বেশি সদস্য ও উন্নত অবকাঠামো রয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ডিপোর্তিভো এলএস-কে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের কাঠামোতে নিয়ে আসার, সেটা যুব এবং পেশাদার উভয় স্তরেই।’

তার পর ৩৮ বছর বয়সী স্ট্রাইকার মেসির কথা উল্লেখ করে বলেছেন, ‘এই প্রকল্পই আমাদের ফুটবল ভাবনা ভাগ করে নেওয়ার জন্য উপযুক্ত স্থান। তাই আমি আমার বন্ধুকে ডিপোর্তিভো এলএসএম-এর পেশাদার প্রকল্পে আমন্ত্রণ জানাই।’ 

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই দুই দক্ষিণ আমেরিকান খেলোয়াড় ক্লাব পরিচালনার দায়িত্ব যৌথভাবে পালন করবেন এবং স্থানীয় ফুটবলে অভিজ্ঞ একজন ক্রীড়া ব্যবস্থাপক নিয়োগ করবেন।

এমন সুযোগ পেয়ে বন্ধু সুয়ারেজকে ধন্যবাদ জানিয়ে মেসি বলেছেন, ‘এই সুযোগ দেওয়ার জন্য আমি লুইসকে ধন্যবাদ জানাতে চাই এবং এই প্রকল্পে অংশ হতে পেরে আনন্দিত, যা সে বহু বছর ধরে গড়ে তুলেছে এবং অনেক বড় হয়েছে। এই ক্লাবের উন্নয়নে অবদান রাখতে পারবো বলে আশা করি এবং যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।”

উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনায় মেসির ঘনিষ্ঠ সতীর্থ হয়ে উঠেছিলেন। যেখানে তারা আধুনিক ফুটবলের অন্যতম সেরা আক্রমণজুটি হিসেবে খ্যাতি অর্জন করেন।

ছয় মৌসুমে তারা একসঙ্গে ১৩টি বড় শিরোপা জিতেছেন—এর মধ্যে রয়েছে একটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা শিরোপা এবং চারটি কোপা দেল রে ট্রফি। মাঠের বাইরেও তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

তাদের বন্ধন ২০২৩ সালে আবার দৃঢ় হয় যখন সুয়ারেজ ইন্টার মিয়ামিতে মেসির সঙ্গে যোগ দেন। প্রাক্তন বার্সা সতীর্থ জর্দি আলবা ও সার্জিও বুসকেৎসের সঙ্গে তারা মিলে ২০২৪ সালের এমএলএস সাপোর্টার্স শিল্ড জয়ে ভূমিকা রাখেন। 


%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *