ভালো যোগাযোগ ব্যবস্থা থাকলে জায়গার উন্নয়ন ঘটে: সাখাওয়াত


বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ৯ মে ২০২৫  
আপডেট: ২০:৫০, ৯ মে ২০২৫

ভালো যোগাযোগ ব্যবস্থা থাকলে জায়গার উন্নয়ন ঘটে: সাখাওয়াত


নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, “নদীতে প্রতিবছর পলি জমে। এ জন্য নদীতে ড্রেজিং করা প্রয়োজন। ভালো যোগাযোগ ব্যবস্থা থাকলে যে কোনো জায়গা অনেক উন্নত হয়।”

শুক্রবার (৯ মে) দুপুরে বরিশালের হিজলা উপজেলার মৌরভীরহাট খেয়াঘাট সংলগ্ন নদীতে বিআইডিব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম এবং বিকেলে বাবুগঞ্জ-মুলাদী সংযোগ ব্রিজের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এসময় তার সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, “এটা আমার জন্ম ভিটা, আগে এ নদী দিয়ে বড় বড় লঞ্চ, জাহাজ চলাচল করতো। এখন পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। নদী খনন করে চ্যানেল তৈরির মাধ্যমে উন্নত লঞ্চ ঘাট করে দেওয়া হবে। এতে এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।” 

ঢাকা/পলাশ/মাসুদ


%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *