দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:৩৯, ৩০ এপ্রিল ২০২৫

কচুরমুখি
প্রায় ১১ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে ১২ টন কচুরমুখি আমদানি করা হয়েছে। দেশের বাজারে চাহিদা ও দাম ভালো থাকলে পরবর্তীতে আমদানির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে একটি মিনি পিকআপ ভ্যান কচুরমুখি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। রোশনি ট্রেডার্স নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান কচুরমুখি আমদানি করেছে। ভারতের মধ্যপ্রদেশ অঞ্চল থেকে এই কচুরমুখি এসেছে। সর্বশেষ গত বছরের ১৩ মে কচুরমুখি আমদানি করা হয়েছিল এই বন্দরে।
সিআ্যন্ডএফ এজেন্ট মুশফিকুর রহমান বলেন, আমাদের দেশে যে কচুরমুখি সেটি এখনো বাজারে উঠতে দেরি আছে। ভারতের কচুরমুখি খেতেও ভালো। যে কারণে দেশের বাজারে চাহিদা থাকায় রোশনি ট্রেডার্স ভারতের মধ্যপ্রদেশ থেকে কচুরমুখি আমদানি করেছে। আজ ভারত থেকে একটি পিকআপ ভ্যানে প্রায় ১২ টন কচুরমুখি আমদানি হয়েছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, “চলতি মৌসুমে আজকেই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুরমুখি আমদানি করা হয়েছে। রোশনি ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান এই কচুরমুখি আমদানি করেছে। আমদানিকৃত কচুরমুখি পরীক্ষা-নীরিক্ষা করে সনদ প্রদান করা হবে। এরপর কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে কচুরমুখি ছাড়করণ করবে।”
ঢাকা/মোসলেম/মাসুদ
%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%9f%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96
Leave a Reply