টানা দ্বিতীয় দিনের মতো সিলেট টেস্ট যথাসময়ে শুরু করা যাচ্ছে না। গতকাল তৃতীয় দিন শেষ বিকালে আলোর স্বল্পতায় খেলা আগেই শেষ করতে হয়েছিল। চতুর্থ দিন অর্থাৎ বুধবার খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। কিন্তু সকালে ঝড়ো বৃষ্টিতে ভেজা আউট ফিল্ডের কারণে খেলা শুরুর সময় পিছিয়েছে। সর্বশেষ খবরে বলা হয়েছে সকাল ১০টায় আম্পায়াররা পর্যবেক্ষণ করবেন। তার পরই জানা যাবে খেলা শুরুর সময়।
এখন পর্যন্ত বাংলাদেশ ১১২ রানের লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে প্রথম টেস্টে বাংলাদেশ সংগ্রহ করেছে ৪ উইকেটে ১৯৪ রান। ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৬০) ও জাকের আলী (২১)। তারা এখনও ৩৯ রানে অবিচ্ছিন্ন।
%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2
Leave a Reply