সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালস দারুণ জয় পায়, যার রূপকার ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে অপরাজিত হাফ সেঞ্চুরির পর বোলিংয়ে নেন চার উইকেট। হয়েছিলেন ম্যাচসেরা। ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে বিবর্ণ সাকিব, হেরেছে তার দলও।
শুক্রবার প্রভিডেন্সে আগে ব্যাটিংয়ে নেমে দুবাই ৮ উইকেটে ১৪১ রান করে। সাকিব এদিন দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ৪৮ রানে দুবাইয়ের তিন উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে নেমে ১০ বল খেলে ৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক গুলবাদিন নাইব। এছাড়া ২৫ রান আসে ওপেনার সেদিকুল্লাহ অটলের ব্যাটে। আর কেউ বিশ পার হতে পারেননি।
হোবার্টের ফ্যাবিয়ান অ্যালেন ও মোহাম্মদ নবী তিন উইকেট করে নিয়ে সফল বোলার।
বল হাতে অস্ট্রেলিয়ান দলের কাছে পাত্তা পাননি সাকিব। চার ওভারে ৩৪ রান দিয়েছেন তিনি। ডটবল ১০টি, চার দিয়েছেন ছয়টি। উইকেট পাননি একটিও।
হোবার্টের বেন ম্যাকডারমট ২৪ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে সহজ জয়ের ভিত গড়ে দেন। ৪৭ বলে ৫০ রান করেন ম্যাকঅ্যালিস্টার রাইট। তাদের দুজনের ব্যাটে জয় তরান্বিত হয়। জেক ডোরান ও নিখিল চৌধুরী ২৩ ও ৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন।
হোবার্ট ১৭ ওভারে ৩ উইকেটে ১৪২ রান করে।
আগামী সোমবার গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে পরের ম্যাচ খেলবে দুবাই।
%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ac-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95
Leave a Reply