রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। জানা গেছে নিহত ব্যক্তি কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক। রবিবার (২৬ মে) দিবাগত রাতে বাড্ডা গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় কামরুল আহসানকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কে বা কারা তাকে খুন করেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ময়নাতদন্তের জন্য কামরুল আহসান সাধনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
নিহতের ভাগনে জামাই ইসমাইল হোসেন জানান, গুদারাঘাট ৪ নম্বর রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা পান করছিলেন কামরুল আহসান সাধন। সেখানে কামরুলসহ আরও কয়েকজনসহ বসা ছিলেন। এর মাঝে হঠাৎ করে দুজন এসে এলোপাতাড়ি গুলি করে। দুজনই মাস্ক পরা ছিল। গুলিতে কামরুল আহসান ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b2
Leave a Reply