রাজধানীর বাংলামোটর সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে। বুধবার রাত ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের পাশের পদ্মা টাওয়ার সামনে এ ঘটনা ঘটে। যদিও এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বলেন, রাত ১১টার দিকে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। তারা একটি অস্তিত্বশীল পরিস্থিতি তৈরি করতে এ কাজ করছে।
এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দীন বলেন, রাত ১১টার দিকে এনসিপির কার্যালয়ের পাশে পদ্মা টাওয়ারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন।
%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0
Leave a Reply