বাংলাদেশে ঢুকে যুবককে গুলি করে নিয়ে গেল বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশিদের প্রতি বর্বর আচরণ অব্যাহত রেখেছে। এবার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এক যুবককে গুলি করা হয়েছে। আহত যুবক হাসিবুল আলম (২৪) কে বিএসএফ আহত অবস্থায় ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে, তবে তার জীবিত থাকা নিশ্চিত হওয়া যায়নি। বুধবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে ৮৯৪ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।

জানা গেছে, হাসিবুল আলম সিঙ্গিমারী সীমান্ত এলাকার জাহিদুল ইসলামের ছেলে। গতকাল দুপুরে তিনি সীমান্তের কাছে নিজের ধানের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। ওই সময় শীতলকুচি এলাকার বিএসএফের টহল দল সীমান্তের ওপার থেকে এসে বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে হাসিবুলকে আটক করে। রাইফেলের বাট দিয়ে বেশ কিছুক্ষণ তাকে মারধর করার পর, গাড়িতে তোলার সময় তার চোখে গুলি করে এবং টহল গাড়িতে করে তাকে নিয়ে যায়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএসএফ হাসিবুলকে ভারতের কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করেছে। সীমান্তে এই ঘটনা ছড়িয়ে পড়লে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছায় এবং টহল জোরদার করে। তবে হাসিবুলকে ফেরত আনার বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ৬১ বিজিবির সিইওর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবি জানান, সীমান্তবর্তী লোকজন তাকে জানায় যে, ভারতীয় বিএসএফ সীমান্ত থেকে হাসিবুলকে ধরে নিয়ে গুলি করেছে।

বাংলাদেশ জার্নাল/এজেএইচ


%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%a2%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *