জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদে জুলাই আন্দোলনে শ্রমিক-জনতা ছাত্রদের পাশে দাঁড়িয়ে সংগ্রামকে বিজয়ের দিকে নিয়ে গেছে। কিন্তু গণ-অভ্যুত্থান শেষে শ্রমিক শ্রেণির স্বার্থের সরকার হয়নি। শ্রমিক শ্রেণির ক্ষমতা কায়েম হয়নি। ফ্যাসিস্ট সরকার উচ্ছেদ হয়ে গেলেও ফ্যাসিবাদের ভিত্তি– লুটেরা, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ শাসক শ্রেণি অক্ষত রয়ে গেছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত শ্রমিক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বলেন, ‘শ্রমিক শ্রেণির জন্য প্রতিদিনই মুক্তির সংগ্রাম জোরদার করার দিন। প্রতিদিনই তার মে দিবস। এই সংগ্রাম এগিয়ে নিতে মেহনতি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা অঞ্চলের সভাপতি এহতেশাম ইমন বলেন, ‘বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকরা আগেও বকেয়া মজুরির জন্য রাস্তায় নেমেছে, এখনও নামছে। তার মানে জুলাই গণঅভ্যুত্থান সমাজের মধ্যে কোনও বড় ধরনের পরিবর্তন আনেনি। সমাজের মৌলিক পরিবর্তনের লক্ষ্যে তাই আজ শ্রমিক শ্রেণিকে সংগঠিত হতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন– বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মল্লিক, বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সেমিনার সম্পাদক শফী রহমান। সমাবেশ শেষে একটি লাল পতাকার মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে।
%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7
Leave a Reply