ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ফিলিস্তিনের ‘ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে বিভিন্ন স্কুল-কলেজ, মেডিক্যালের শিক্ষার্থী ও জনতা ঢাবির টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। প্রতিবেদন লেখা অবধি এ বিক্ষোভ চলমান রয়েছে।

বিক্ষোভে ছাত্র-জনতা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার জন্য আহ্বান জানান। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’, ‘ওয়ান টু থ্রি ফোর. ইসরায়েল নো মোর’সহ নানা স্লোগান দেন।

আদমজী ক্যান্টনমেন্টের শিক্ষার্থী আরিফ বিক্ষোভে এসেছেন। তিনি বলেন, ‘গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটা কি বিশ্ববাসী দেখছে না? আজ জাতিসংঘ কোথায়? মানবাধিকার কোথায়? যত মানবাধিকার কি শুধু তাদের বেলায়? আমরা ফিলিস্তিনের কর্মসূচির সমর্থনে এখানে দাঁড়িয়েছি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।’ 

দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শাহবাগে ফিলিস্তিনি শহীদদের গায়েবানা জানাজা কর্মসূচি পালন করবে ছাত্র-জনতা।


%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%bf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *