ফিরে দেখা: ১৪ জুলাই ২০২৪

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।

আজ ১৪ জুলাই। এদিন রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে মিছিল বের করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেন। বঙ্গভবন থেকে ফিরে এসে ওই দিন বেলা ৩টার দিকে সমবেত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, সরকারের কাছ থেকে আমরা কোনও আশ্বাস পাচ্ছি না। এ কারণে আমরা চাইছি— রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে আমাদের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন। প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন।

তিনি জানান, তারা ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ চান। রাষ্ট্রপতির কাছেও সেই আবেদন রেখেছেন। এই সময়ে সরকার, রাষ্ট্রপতি ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে কী ধরনের বক্তব্য বা পদক্ষেপ আসছে, তা তারা পর্যবেক্ষণ করবেন। এরপর পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করা হবে।

আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছিলাম, ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ থানায় হওয়া মামলা প্রত্যাহার করতে হবে। আমরা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি হবে।

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কোটা আন্দোলন নিয়ে বক্তব্যের প্রতিবাদে ওই দিন মধ্যরাতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। মধ্যরাতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর উক্তিকে ঘিরে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ক্যাম্পাস।


%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%aa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *