ফরিদপুরে ভূমি অফিস কর্মচারীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে বাগিয়ে নেওয়ার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে বিয়ে এবং অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম হারিচুর রহমান ওরফে হাফিজ, যিনি গুনবহা ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বোয়ালমারী থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারীর দুলাভাই সাহাবুদ্দিন সিকদার। অভিযোগে বলা হয়, ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে ওই নারী হারিচুরের সঙ্গে পরিচিত হন। নানা অজুহাতে ঘনিষ্ঠতা তৈরি করে তিনি ওই নারীকে তার ছোট ছেলেকে অপহরণের ভয় দেখিয়ে গত ১০ জুন নিজের বাড়িতে নিয়ে যান।

এ সময় নারীর কাছ থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা এবং প্রায় ৮ লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, হারিচুর তার বাড়িতে ওই নারীকে আটকে রেখে তার মোবাইল ফোন কেড়ে নেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন করেন। পরে একটি সাজানো বিয়ের কাবিননামা তৈরি করে বিয়ের তারিখ পিছিয়ে ২৪ মে দেখানো হয়, যদিও নিকাহ রেজিস্টারের স্বাক্ষর রয়েছে ২৫ জুন।

ভুক্তভোগী নারী বলেন, “আমার ছোট ছেলেকে অপহরণ করার ভয় দেখিয়ে এবং নানা প্রলোভনে শারীরিক ও মানসিক নির্যাতন করে হারিচ আমাকে বিয়ে করে। আমার নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছে।”

অভিযুক্ত হারিচুর রহমান অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তাকে বিয়ে করেছি, কোনো সমস্যা নেই। বাড়িতে আটকে রাখার অভিযোগ সঠিক নয়।”

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মাহমুদ হোসেন জানান, অভিযোগের পর হারিচুরকে একাধিকবার থানায় আসতে বলা হলেও তিনি এড়িয়ে যাচ্ছেন। তিনি বলেন, “আদালতে মামলা করলে বিষয়টি আরও কার্যকরভাবে নিষ্পত্তি হবে।”

গুনবহা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাধন কুমার রায় জানান, হারিচুর বেশ কয়েকদিন অফিসে আসছেন না এবং বিষয়টি জানার পর এসিল্যান্ড স্যার তাকে নোটিশ দিয়েছেন।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, সরাসরি অভিযোগ না পেলেও বিষয়টি অবগত হয়ে অভিযুক্তকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/জেএইচ


%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *