প্রকাশিত: ১৭:০২, ১৬ জুলাই ২০২৫
আপডেট: ১৭:০৫, ১৬ জুলাই ২০২৫

প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে নেপালের পূর্ণদৈর্ঘ্য সিনেমা। আগামী ১৮ জুলাই মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’।
সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে শো-মোশন লিমিটেড। এর বিপরীতে নেপালে পাঠানো হয়েছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’, যেটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে।
নেপালি সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ১৭ জুলাই সন্ধ্যায়, সেন্টার পয়েন্ট (এয়ারপোর্ট সংলগ্ন) স্টার সিনেপ্লেক্স শাখায়। সেখানে উপস্থিত থাকবেন নেপালের রাষ্ট্রদূত, সিনেমার পরিচালক ও প্রযোজকসহ প্রধান কলাকুশলীরা। উপস্থিত থাকবেন ‘ন ডরাই’ সিনেমার নির্মাতারাও।
নেপালি ভাষায় নির্মিত এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪০ মিনিট। পরিচালনা করেছেন দীপেন্দ্র গাউছান। মুখ্য চরিত্রে আছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। মুক্তির পর নেপালে সিনেমাটি ব্যাপক প্রশংসা পেয়েছে।
গল্পটি আবর্তিত হয়েছে দুই তরুণ-তরুণীকে কেন্দ্র করে, যারা ডেটিং অ্যাপে পরিচিত হয়ে দেখা করেন একটি ক্যাফেতে। ঘটনাক্রমে মেয়েটির কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে অপহরণ করে ছেলেটি। এরপর গল্প মোড় নেয় ভিন্ন পথে—ভীত মেয়েটি ধীরে ধীরে অপরিচিত ছেলেটির প্রতি আস্থা ও বন্ধুত্ব অনুভব করতে শুরু করে। পাহাড়ি অঞ্চল থেকে তরাইয়ের সমতলে যাত্রা আর প্রেমের এই গল্প সিনেমাটিকে করে তুলেছে ব্যতিক্রমী।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “ঢাকাসহ দেশের বিভিন্ন স্টার সিনেপ্লেক্সের শাখায় ‘মিসিং’ প্রদর্শিত হবে। এটি নেপাল-বাংলাদেশ চলচ্চিত্র বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
এখন পর্যন্ত ভারতীয় কিছু সিনেমা (পাঠান, জওয়ান, অ্যানিমেল) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও, এবারই প্রথম সরাসরি নেপালি সিনেমা মুক্তি পাচ্ছে। এর আগে যৌথ প্রযোজনার কিছু উদ্যোগ থাকলেও এককভাবে কোনো নেপালি সিনেমা মুক্তি পায়নি।
ঢাকা/রাহাত/শান্ত
%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%97
Leave a Reply