পাবনায় ২০০ স্বর্ণের আংটিসহ নারী আটক


পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৫ জুলাই ২০২৫  

পাবনায় ২০০ স্বর্ণের আংটিসহ নারী আটক


পাবনার বেড়া উপজেলায় ২০০টি স্বর্ণের আংটিসহ এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌ পুলিশ। সন্দেহ করা হচ্ছে, ওই নারী চোরাকারবারি। 

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক করুনা খাতুন (২৫) মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাওয়ার সময় ওই নারীর আচরণ সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখেন স্থানীয়রা। পরে কাজিরহাট নৌ পুলিশ এসে লঞ্চঘাট পন্টুনের ওপরেই জনসম্মুখে ওই নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। এসব স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে। 

পুলিশের ধারণা, এটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ, আটককৃত নারী স্বর্ণের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বলেছেন, সন্দেহভাজন নারীকে আটকের পর আমরা ঘাটের হোটেলের এক নারীকে দিয়ে তার দেহ তল্লাশি করি। তার কাছে থাকা একটি লাল ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম্মুখে স্বর্ণ পরীক্ষা ও ওজন করি। আংটিগুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা। এর বর্তমান আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। 

তিনি আরো জানান, অভিযুক্ত নারীকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে তদন্ত চলছে।

ঢাকা/শাহীন/রফিক


%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%82%e0%a6%9f

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *