পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করল ভারত

কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর পাকিস্তানের প্রতি কড়া অবস্থান নিয়েছে ভারত। সরাসরি ও পরোক্ষভাবে পাকিস্তান থেকে সব ধরনের পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। গতকাল শুক্রবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এই পদক্ষেপ নেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার স্বার্থে, এমনটি বলা হয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের (ডিজিএফটি) বিজ্ঞপ্তিতে। নির্দেশনায় আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতার বাইরে কিছু আমদানি করতে চাইলে সরকারের বিশেষ অনুমতি নিতে হবে।

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

তবে ভারত শুধু আমদানি নিষিদ্ধ করে থেমে থাকেনি। পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করতে আরও কিছু পদক্ষেপ নিচ্ছে দিল্লি। এর মধ্যে রয়েছে, পাকিস্তানকে আবার ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ‘গ্রে লিস্টে’ ফেরানোর চেষ্টা এবং বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাকিস্তানের ঋণপ্রাপ্তি আটকে দেওয়ার অনুরোধ।

ভারত সরকারের দাবি, এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো পাকিস্তানে সন্ত্রাসে অর্থায়নের উৎসগুলো বন্ধ করা।

ঘটনার মাত্র দুই দিন পর ভারত সরকার পাকিস্তানের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি পুনর্মূল্যায়ন করে, যার মধ্যে রয়েছে বহুল আলোচিত ‘সিন্ধু পানিচুক্তি’। এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদীসহ কয়েকটি নদীর পানি পেয়ে থাকে, যা এখন স্থগিত করেছে ভারত।

জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ১৯৭২ সালের ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিলের ঘোষণা দেয়, যে চুক্তিটি দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক রক্ষার জন্য তৈরি হয়েছিল।

এদিকে আন্তর্জাতিক পরিসরে উদ্বেগ তৈরি হয়েছে দুই প্রতিবেশীর উত্তেজনাকে ঘিরে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের পররাষ্ট্র নেতৃত্ব, এস জয়শঙ্কর ও শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেন এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।

বাংলাদেশ জার্নাল/এজেএইচ


%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *