পরিত্যক্ত করা হয়েছে ফেডারেশন কাপের ফাইনাল

দীর্ঘ প্রতীক্ষার পর ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা গেলো নাটকীয় মোড়। আলোক স্বল্পতার কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন রেফারিরা।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে প্রথমার্ধেই গোল উৎসব শুরু হয়। ষষ্ঠ মিনিটে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন এডুয়ার্ড লেসকানো, আর ৩৫তম মিনিটে আবাহনীর পক্ষে সমতা ফেরান মোহাম্মদ ইব্রাহিম।

প্রথমার্ধ শেষে খেলা বন্ধ হয়ে যায় ঝড়ের কারণে। মাঠে ফিরে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

তবে অতিরিক্ত সময়ের ১৫তম মিনিটের শেষ মুহূর্তে বসুন্ধরার মোহাম্মদ ফাহিম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপরই ম্যাচে দেখা দেয় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আলোক স্বল্পতা।

কারণ, এই স্টেডিয়ামে ফ্লাডলাইট নেই। সন্ধ্যা নামতেই অন্ধকারের কারণে মাঠে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।

আবাহনীর খেলোয়াড়রা খেলা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিলেও, রেফারিরা নিরাপত্তা ও খেলার মান বিবেচনায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।

বাংলাদেশ জার্নাল/এজেএইচ


%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *