নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:১৩, ২ মে ২০২৫
আপডেট: ০৯:২৩, ২ মে ২০২৫

গ্রেপ্তারকৃত চঞ্চল শাহরিয়া মিম
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সভাপতি চঞ্চল শাহরিয়া মিম (৩০) কে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় উপজেলার লক্ষীপাশার ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চঞ্চল শাহরিয়া মিম নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে। গত ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদা ভাবে তিনটি মামলায় দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মীরা। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত তিনটি মামলায় চঞ্চল শাহরিয়া মিমকে আসামি রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আশিকুর রহমান শুক্রবার (২ মে) সকালে বলেন, “অভিযান চালিয়ে মিম কে গ্রেপ্তার করা হয়েছে। আজ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
ঢাকা/শরিফুল/টিপু
%e0%a6%a8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%9b%e0%a6%be
Leave a Reply