রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মো. আতিকুর রহমান ওরফে আতিককে (৩৬) গ্রেফতার করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
সোমবার (২১ এপ্রিল) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ২৬ মার্চ ভোর রাতে তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারযোগে আসামি আতিক ও তার সহযোগী অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাত ধানমন্ডি এলাকার একটি বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে। তারা বাসা ও অফিস থেকে নগদ ৩৬ লাখ ৯৫ হাজার ১০০ টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা) লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের হয়। পরবর্তী সময়ে র্যাব-২ আসামিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার একটি অভিযানিক দল মো. আতিকুর রহমান ওরফে আতিককে কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার আতিক দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই-এর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যার ভিত্তিতে অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতার আতিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc
Leave a Reply