বৃষ্টি-বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের (১০ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা বোর্ডগুলো।
কুমিল্লা শিক্ষা বোর্ডর বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ জুলাই বৃহস্পতিবারের অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডর বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসিসহ (বিএমটি) আগামী ১০ জুলাই অনুষ্ঠেয় সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। উল্লেখ্য, অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাইয়ের আলিম ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0
Leave a Reply