প্রকাশিত: ০১:১৭, ৩০ এপ্রিল ২০২৫

ই-রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের বিষয়ে অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য মঙ্গলবার ডিএনসিসির সভায় অংশগ্রহণকারীরা।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে যানজট নিরসনের লক্ষ্যে প্রধান প্রধান সড়কে কোনো ব্যাটারির রিকশা চালাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেছেন, সেই সঙ্গে রাজধানীর অভ্যন্তরের সড়কে চলবে স্ট্যান্ডার্ড মডেলের অনুমোদিত ব্যাটারির রিকশা বা ই-রিকশা।
ই-রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের বিষয়ে অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) ডিএনসিসি একটি সভার আয়োজন করে।
সভা দেওয়া বক্তব্যে মোহাম্মদ এজাজ প্রচলিত ব্যাটারির রিকশা রাজধানী মূল সড়ক থেকে বিতাড়নের কথা জোর দিয়ে বলেন।
ই-রিকশা স্ট্যান্ডার্ড মডেল ও নীতিমালা প্রস্তুতের জন্য অল্প সময়ের মধ্যে একটি উচ্চপর্যারের কমিটি গঠন করা হবে বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
সভায় বুয়েটের বিইপিআরসি ইজিবাইক প্রজেক্টের নতুন স্ট্যান্ডার্ডাইজ মডেলের তিন চাকার স্বল্পগতির ই-রিকশার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশন দেওয়ার প্রস্তাবনা নিয়ে কথা বলেন। প্রোটোটাইপ প্রস্তুত করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান রাখেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, ডিএনসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) আব্দুল্লাহ আল মাসুদ, ব্যাটারি-চালিত রিকশা (ই-রিকশা) প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/রাসেল
%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf
Leave a Reply