ডেমরায় রাজউকের মোবাইল কোর্ট পরিচালনা, দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০০:৪১, ১৭ এপ্রিল ২০২৫  

ডেমরায় রাজউকের মোবাইল কোর্ট পরিচালনা, দেড় লাখ টাকা জরিমানা


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৬ এর সাবজোনের হাজীনগর, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) ওই এলাকার চারটি নির্মাণাধীন ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ভবনের বাড়তি অংশ অপসারণ করা হয়। এ জন্য তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

এ প্রসঙ্গে মোহাম্মদ মনির হোসেন বলেন, “রাজউক এর সাম্প্রতিক সময়ের প্রত্যাশা অনুযায়ী একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য কঠোর অভিযান পরিচালনা করা হবে। ভবন নির্মাণে যে কোনো ব্যত্যয় পরিলক্ষিত হলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় রাজউকের জোন-৬ এর পরিচালক  শামীমা মোমেন, অথরাইজড অফিসার  জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম,  জোনের প্রধান ইমারত পরিদর্শক ইমারত পরিদর্শকগণ সহ রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


 

ঢাকা/এএএম/রাসেল


%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%89%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%95

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *