চীন ইন্দোনেশিয়ার সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক। রবিবার (২৫ মে) জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো’র সঙ্গে এক বৈঠকে এমনটাই বলেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৈঠকে লি কিয়াং বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে চীন কাজ করতে চায় যাতে সহযোগিতা জোরদার করা যায়, স্বাধীন অংশীদারিত্বের কাঠামো আরও মজবুত করা যায়, যৌথভাবে ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় এবং পারস্পরিক উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়।
এই দুই নেতার মধ্যে বৈঠক বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক বৈশ্বিকীকরণে প্রতিবন্ধকতার মুখে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়েছে।
তিন দিনের সফরে শনিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছান লি কিয়াং। এটি ছিল এ বছর তার প্রথম বিদেশ সফর।
ইন্দোনেশিয়া ও চীন দু’টি দেশই জি২০-এর প্রধান উন্নয়নশীল দেশ ও উদীয়মান অর্থনীতির সদস্য এবং ব্রিকসের অংশ।
%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87
Leave a Reply