জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু


জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২২ জুন ২০২৫  

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।

রবিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউট নবীন শিক্ষার্থীদের নানা আয়োজনের মাধ্যমে বরণ করে নেয়।

প্রথম দিনের সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ছিল নবীনদের পদচারণা ও উৎসাহ-উদ্দীপনার প্রাণবন্ত দৃশ্য। অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে পা রাখেন।

বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের শিক্ষার্থী ফারিয়া আক্তার বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার জন্য গর্বের বিষয়। আজ থেকে আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু, এবং আমি এই নতুন অধ্যায়ে অনেক কিছু শিখতে উৎসুক।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, “নবীন শিক্ষার্থীদের জন্য এটি তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ধাপ। আমরা চাই, তারা শুরু থেকেই পড়াশোনা ও গবেষণার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এক বাণীতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, গবেষণা এবং নৈতিক উন্নয়নের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গঠনের আহ্বান জানাই। আমাদের লক্ষ্য হলো একটি সৃজনশীল ও গতিশীল শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।”

ঢাকা/লিমন/সাইফ


%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8