ঘোষণা দিয়ে আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপি

প্রকাশিত: ০০:৩০, ৯ মে ২০২৫  

ঘোষণা দিয়ে আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপি নেতাকর্মীদের অবস্থান। বৃহস্পতিবার রাতে


ফেসবুকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতাকর্মীরা। সেখানে তারা দলটি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বৃহস্পতিবার (৮ মে) রাতে সবাইকে যমুনার সামনে আসতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আহ্বান জানান এনপিসি নেতা নাহিদ ইসলাম। তারপর এনসিপির দুই শীর্ষ সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমও তাদের নিজ নিজ ফেসবুক প্রোফাইলে যমুনার সামনে আসার আহ্বান জানান। 

এনসিপির শীর্ষ নেতার ডাকে সাড়া দিয়ে যমুনার সামনে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। তাদের সবার দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করা। তারা বলছেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করলেই চলবে না; গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করতে হবে।

 

ঢাকা/হাসান/মেহেদী


%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *