গোপালগঞ্জে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের শার্টডাউন কর্মসূচি


গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ২১ মে ২০২৫  
আপডেট: ২১:২৫, ২১ মে ২০২৫

গোপালগঞ্জে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের শার্টডাউন কর্মসূচি

গোপালগঞ্জ শাখা বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আয়োজনে শিক্ষার্থীরা শার্টডাউন কর্মসূচি পালন করেন


ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে কম্পিলিট শার্টডাউন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২১ মে) সকাল ১১টায় নার্সিং কলেজের সামনে অবস্থান নিয়ে গোপালগঞ্জ শাখা বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আয়োজনে শিক্ষার্থীরা এ কর্মসূচির পালন করেন।

এতে ক্লাস ও ভর্তি কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালে দাবি আদায়ে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করতে দেখা যায় তাদের।

কর্মসূচি চলাকালে তৃতীয় বর্ষের শিক্ষার্থী তমা সেন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লাবনী আক্তার, নিপা আক্তার, প্রথম বর্ষের শিক্ষার্থী চন্দ্রা মজুমদার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অবিলম্বে আমাদের দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবি মেনে নিতে হবে। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।”

ঢাকা/বাদল/মেহেদী


%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *