গুচির ডিজাইন করা প্রথম শাড়িতে কান মাতালেন আলিয়া

ইতালিয়ান লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড গুচি এই প্রথম শাড়ি তৈরি করেছে। ল’রিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সেই শাড়ি পরেই লাল গালিচায় পা দিয়েছিলেন বলিউড তারকা আলিয়া ভাট। 

ইতালিয়ান লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড গুচি এই প্রথম শাড়ি তৈরি করেছে

যদিও অনেকেই পোশাকটিকে শাড়ি বলতে নারাজ। ক্রিস্টালের ঝলমলে এই পোশাকটিকে শাড়ির সিলোয়েটে তৈরি পোশাকই বলছেন তারা। এতে গুচির আইকনিক মনোগ্রাম ছিলে পোশাকটি জুড়ে জিজি মনোগ্রাম প্যাটার্নে সোয়ারভস্কি ক্রিস্টাল বসানো ছিল। উপরে লেহেঙ্গার মতো অংশ, নিচে লেহেঙ্গার মতো অংশ ছিল এতে। শাড়ির আঁচলের মতো লম্বা ড্রেপ নজর কেড়েছে। সঙ্গে ছিল ক্রিস্টালের মার্জিত ও ঝলমলে নেকলেস। মিনিমাল মেকআপের সঙ্গে চুল খোলা রেখেছিলেন।  


%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%b6%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *