গাজীপুর মহানগরীর তিনসড়ক এলাকা দুটি কারখানার ছাঁটাইকৃত শ্রমিক ও কাশিমপুর এলাকার একটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এরমধ্যে কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জের ধরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (১১ মে) গাজীপুর মহানগরীর তিনসড়ক এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডি’র ছাটাঁইকৃত শ্রমিকরা ১৪ মাসের বকেয়া টাকা পাওনা আদায়ের দাবিতে বিক্ষোভ করেছেন। কারখানা দু’টি একই মালিকানাধীন। তারা রবিবার সকাল হতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, ওই কারখানা দুটিতে শ্রমিক আন্দোলন হলে ২০২৩ সালে তারা অনেক শ্রমিক ছাঁটাই করে। এসব শ্রমিকদের ১৪ মাসের বেতন পাওনা রয়েছে কারখানার কাছে। গত ঈদে কিছু শ্রমিককে ২০ হাজার টাকা করে পরিশোধ করা হয়েছিল। চলতি মাসের (মে) ৭ তারিখ বকেয়া পরিশোধ করবে বলে কথা ছিল। শ্রমিকরা তিন দিন অপেক্ষা করে আজকে সকালে কারখানার সামনে যায়। এসময় তাদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর থেকে তারা আন্দোলন করছেন।
এদিকে গাজীপুর নগরের কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জের ধরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করে কারখানা গেটে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রবিবার সকালে শ্রমিকরা বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানা রয়েছে। বকেয়া বেতন ও কাজের দর বৃদ্ধিসহ বেশ কিছু দাবি নিয়ে ওই কারখানায় কর্মরত শ্রমিকেরা রবিবার সকালে কারখানা গেটে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পান। কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই কারখানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
নোটিশে লেখা রয়েছে, ‘‘মার্ক সোয়েটার লিমিটেড কারখানার সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান বে-আইনি ধর্মঘট এবং, অস্থিতিশীল পরিস্থিতির কারণে সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইনে ধারা-১০(১) অনুযায়ী ১১ মে রোববার থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হলো। উল্লেখ্য যে, নিরাপত্তা প্রহরী এবং প্রশাসনিক কাজে নিযোজিত ব্যক্তিরা এই নোটিশের আওতামুক্ত থাকবে। পরবর্তীতে কারখানা খোলার অনুকুল পরিবেশ তৈরি হলে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেয়া হবে।”
আন্দোলনরত শ্রমিকরা জানান, কাজের রেট বৃদ্ধির জন্য তারা কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছিল। রবিবার তাদের এ ব্যপারে কাজের দর প্রকাশ করার কথা থাকলেও সকালে এসে দেখে কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ। এসময় তারা কারখানা খুলে দেওয়ার জন্য বিক্ষোভ করে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “কাজের রেট, এক কর্মকর্তার অপসারণসহ বেশ কিছু দাবিতে কয়েকদিন ধরেই শ্রমিকরা আন্দোলন করছিল। যে কারণে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। একারণে শ্রমিকরা সকালে কারখানার সামনে বিক্ষোভ করে। তবে পরিবেশ শান্ত রয়েছে।”
এদিকে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, ওই কারখানা দু’টির ২০২৩ সালে ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের পাওনার জন্য বিক্ষোভ করছেন। তাদের বেতন পাওয়ার অধিকার রয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অস্বীকার করেন।
%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6
Leave a Reply