গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮

প্রকাশিত: ২২:৪৮, ১১ জুলাই ২০২৫  
আপডেট: ২২:৫১, ১১ জুলাই ২০২৫

গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮


শুক্রবার জাতিসংঘের মানবাধিকার অফিস (ওএইচসিএইচআর) জানিয়েছে, মে মাসের শেষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এবং অন্যান্য মানবিক কনভয় পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে খাবার খুঁজতে গিয়ে কমপক্ষে ৭৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ওএইচসিএইচআরের মুখপাত্র রাভিনা শামদাসানি এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বলেছেন, “৭ জুলাই পর্যন্ত আমরা  ৭৯৮টি হত্যাকাণ্ড রেকর্ড করেছি, যার মধ্যে ৬১৫টি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের আশেপাশে এবং ১৮৩টি সম্ভবত ত্রাণ বহরে যাওয়ার পথে ঘটেছে।”

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল জিএইচএফকে সমর্থন করেছে এবং এই বেসরকারি সংস্থাটি চারটি খাদ্য বিতরণ অঞ্চল তদারকির জন্য আমেরিকান ভাড়াটে সেনা নিয়োগ করেছে।

গাজায় জিএইচএফ মে মাসের প্রথম দিকে কার্যক্রম শুরু করার পর থেকে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের প্রায় প্রতিদিন গুলি করার জন্য কুখ্যাত হয়ে উঠেছে। খাদ্য খুঁজছেন এমন ফিলিস্তিনিদের জটিল নির্দেশাবলীর একটি সেট নেভিগেট করতে হয় এবং নির্দিষ্ট রুট মেনে চলতে হয়, পাশাপাশি খাদ্য কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য দীর্ঘ দূরত্ব হেঁটে যেতে হয়। তবুও তারা নিরাপদ থাকবেন এমন কোনো নিশ্চয়তা নেই।

ঢাকা/শাহেদ


%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *