কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ, খামারবাড়িতে সেনা মোতায়েন

উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে ঢাকার খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে পূর্ব ঘোষিত ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। ফলে অফিসে ঢুকতে পারছে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা-কর্মচারীরা। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে সেনা ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।  

সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’-এর ব্যানারে তারা বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারীদের সমন্বয়ক আসাদুজ্জামান আবির বলেন, “আমাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। সাময়িক অসুবিধার জন্য আমরা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। কারণ এছাড়া আমাদের কোনো উপায় নেই।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম রাইজিংবিডিকে বলেন, “আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের কোনো কথা শুনছে না। মূলত শিক্ষার্থীদের যে দাবি সেটা শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার। আমরা সকাল থেকে অপেক্ষা করছি অফিসে প্রবেশ করার জন্য, কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না।” 

একই দাবিতে রবিবারও ঢাকার জাতীয় শহীদ মিনারের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। এতে সারা দেশের কয়েক শ ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন। পরে কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সোমবার ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দেন। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকসংকট দূর করতে হবে।


এছাড়া, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সব কৃষি গবেষণাপ্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন প্রদান, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করার দাবি জানান তারা।

ঢাকা/রায়হান/ইভা

 


%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *