কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক

কুষ্টিয়া সীমান্তে ৬৯ বোতল ফেনসিডিলসহ ভারতীয় তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। এ ছাড়াও মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ কেজি গাঁজা এবং ৪৮৫টি ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক তিন জন হলো– ভারতের মুর্শিদাবাদ জেলার নিজাম উদ্দীন মণ্ডলের ছেলে জুয়েল মণ্ডল (২৫), একই এলাকার শাহাদ আলী মণ্ডলের ছেলে রাকিবুল মণ্ডল (৩৫) এবং কালাচাঁদ মণ্ডলের ছেলে বাপন মণ্ডল (৩২)।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থানে একটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার নিজাম মণ্ডলের বাড়ি থেকে ভারতীয় তিন মাদক কারবারিকে ৬৯ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় বাংলাদেশি নাগরিক নিজাম মণ্ডল এবং শরিফ মণ্ডল পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, একইদিন কুষ্টিয়ার তেঁতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হাটপাড়া নামক স্থানে বিজিবির মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ কেজি গাঁজা এবং চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ আকন্দপাড়া এলাকা থেকে ভারতীয় ৪৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক ভারতীয় মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মালিকবিহীন অবস্থায় জব্দ মাদক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর মাদক স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে।


%e0%a6%95%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *