জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে কুষ্টিয়ায় রাকিবুল ইসলাম রবিন নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রবিন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার আব্দুল আওয়ালের ছেলে এবং বটতৈল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, সম্প্রতি রবিন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জুলাই বিপ্লব নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। এ ঘটনায় স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে শনিবার তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন কটুক্তিমূলক পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছেন ওসি মোশারফ।
তবে তার বিরুদ্ধে এখনো কোনো মামলা রুজু করা হয়নি বলেও জানা গেছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ জার্নাল/জেএইচ
%e0%a6%95%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac
Leave a Reply