কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে বৈকালিক সিজারিয়ান সেকশন কার্যক্রম শুরু

কুয়েত-বাংলাদেশ মৈত্রী বৈকালিক সিজারিয়ান সেকশন কার্যক্রম শুরুস্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম গত ৮ জুলাই উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালটির বৈকালিক সিজারিয়ান সেকশন শুরুর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। এর ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের নির্দেশনায়  শনিবার (১২ জুলাই) বিকালে হাসপাতালে বৈকালিক সিজারিয়ান সেকশন কার্যক্রম উদ্বোধন করা হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এই কার্যক্রমের প্রথম রোগী ফরিদাবাদের ২৮ বছর বয়সী আরিফা, যিনি ৩৬ সপ্তাহের গর্ভাবস্থায় প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন অ্যান্ড স্কুল টেন্ডারনেস নিয়ে হাসপাতালে ভর্তি হন। সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

সিজারিয়ান সেকশন এবং এর পরবর্তী সেবা প্রদানে সার্জন, এনেসথেসিওলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, হাসপাতালের তত্ত্বাবধায়ক, সহকারী পরিচালক, গাইনি ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান, আবাসিক মেডিক্যাল অফিসারসহ সংশ্লিষ্ট কনসালটেন্ট ও মেডিক্যাল অফিসাররা এসময় উপস্থিত ছিলেন।


%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ae%e0%a7%88%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *