কলকাতায় চিকিৎসা করতে এসে নিখোঁজ হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তার নাম নিলয় সাহা। বয়স ১৯ বছর। জানা গেছে, বাংলাদেশের শরিয়তপুরের পালং থানার গঙ্গানগর গ্রামে তার বাড়ি।
গত ২ জুলাই কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার রিসার্চ সেন্টারে চিকিৎসার জন্য দিদির বাড়ি ব্যান্ডেলের কেওটা নবপল্লিতে আসেন ওই তরুণ। মঙ্গলবার দুপুরে দুই দিদির সঙ্গে গোপীনাথপুর ঠাকুর বাড়িতে যান পুজো দিতে। সেখান থেকে নিখোঁজ হয়ে যান তিনি।
ক্যান্সারে আক্রান্ত ছিলেন নিলয়। ক্যান্সারে তার বাঁ পা বাদ দিতে হয়। বর্তমানে ক্রাচ নিয়ে হাঁটাচলা করেন। এই অবস্থায় কোথায় গেলেন, কী হল বুঝে উঠতে পারছে না তার আত্মীয়রা।
কোনও ট্রেনে উঠে অন্যত্র চলে গেল কিনা সেটা জানতে ব্যান্ডেল জিআরপি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। চুঁচুড়া থানাতেও নিখোঁজের অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন নিখোঁজ বাংলাদেশি তরুণের বোনের স্বামী ক্যান্সারে নাগ।
%e0%a6%95%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8
Leave a Reply