এবার গীতিকার ও সুরকার হিসেবে নতুন রূপে মমতা বন্দ্যোপাধ্যায়

জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে দিঘা। সেই আবহে এক সুরেলা চমক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই লিখেছেন গান, আবার সেই গানে সুরও দিয়েছেন তিনি। ‘নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী’ শিরোনামের এই ভক্তিমূলক গানটি গেয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। গানে দেবতাদের গুণকীর্তন করে জগন্নাথ ভক্তদের আবেগ ছুঁয়ে গেছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে গানটির ভিডিও প্রকাশিত হওয়ার পরই তা ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে জগন্নাথ মন্দিরের নানান মনোমুগ্ধকর দৃশ্য তুলে ধরা হয়েছে। ‘জয় জগন্নাথ ধাম’ ক্যাপশনে ভক্তরা গানটি শেয়ার করছেন নানা প্ল্যাটফর্মে।

আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, প্রধান অতিথি হিসেবে। তার আগের দিন আয়োজন করা হয়েছে বিশেষ যজ্ঞের। ইতিমধ্যে মন্দির চত্বর সেজে উঠেছে জমকালো সাজে। দিঘা জুড়ে বইছে উৎসবের হাওয়া।

তবে কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে রাজ্য সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পুরো অনুষ্ঠান এলাকা থাকবে একাধিক স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা। নিয়ন্ত্রিত হবে যান চলাচল। দর্শনার্থীদের জন্য থাকবে এলইডি স্ক্রিন, আধুনিক সাউন্ড সিস্টেম এবং সরাসরি সম্প্রচারের ব্যবস্থা।

উল্লেখযোগ্যভাবে, এটাই প্রথমবার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিকবার গান লিখে ও সুর দিয়ে নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করেছেন। এবার জগন্নাথ ভক্তির মাধ্যমে আরও একবার নিজের সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখলেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এজেএইচ


%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *