কর্মকর্তাদের টানা আন্দোলনের মুখে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিলুপ্ত করে দুই ভাগ করার চলমান পদক্ষেপ থেকে সরে এসেছে সরকার; অধ্যাদেশে ‘প্রয়োজনীয় সংশোধনী’ আনার কথা বলেছে অর্থ মন্ত্রণালয়।
সংশোধন না হওয়া পর্যন্ত বিদ্যমান কাঠামোতেই এনবিআরের সব কাজ চলবে বলে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সংশোধন করে অধ্যাদেশ বাস্তবায়ন ‘অনেক সময়সাপেক্ষ’ হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশটি জারি করার পর তা বাস্তবায়নের জন্য অনেকগুলো কাজ যেমন, দুইটি বিভাগের নতুন করে সাংগঠনিক কাঠামো প্রণয়ন করা: পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ, সচিব কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন ইত্যাদি সম্পাদন করতে হবে-যা যথেষ্ঠ সময়সাপেক্ষ বিষয়।
”তাছাড়া দুইটি নতুন বিভাগের জন্য ‘অ্যালোকেশন অব বিজনেস’ এবং আয়কর আইন, কাস্টমস আইন, মূল্য সংযোজন আইন এবং এসকল আইনের সাথে সম্পৃক্ত বিধি ও প্রবিধানেও পরিবর্তন আনার প্রয়োজন হবে। একাজগুলোও সময়সাপেক্ষ কাজ।”
অর্থ মন্ত্রণালয় বলছে, এসব কাজ শেষ না করে ‘কোনোভাবে অধ্যাদেশটি বাস্তবায়ন করা সম্ভব নয়’।
”সেহেতু জাতীয় রাজস্ব বোর্ড এখুনি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।”
এদিকে মন্ত্রণালয়ের এমন পদক্ষেপের পর অধ্যাদেশ বাতিল ও সংশোধনের দাবিতে আন্দোলনে থাকা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ তাদের কর্মসূচি চলবে না কি প্রত্যাহার হবে, সেই সিদ্ধান্ত পরে আনুষ্ঠানিকভাবে জানাবে। মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপের সিদ্ধান্ত আসার পর সংগঠনের তরফে সংবাদমাধ্যমকে এ কথা জানানো হয়।
গত ১২ মে রাতে এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশ জারি করে সরকার।
অধ্যাদেশে এটির কার্যকর করার সময়ের ক্ষেত্রে বলা ছিল, পরে প্রজ্ঞাপন করে যে তারিখ নির্ধারণ করা হবে তখন থেকে এটি কার্যকর হবে। সে অনুযায়ী এনবিআর অধ্যাদেশ হওয়ার পর এখনও বিলুপ্তি হয়নি।
তবে আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ‘মতামত প্রতিফলিত’ না হওয়ার দাবি করে অধ্যাদেশটি বাতিলে ১২ দিন ধরে আন্দোলন করে আসছেন তারা। সবশেষ তাদের দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর বৃহস্পতিবার স্মারকলিপিও দেওয়া হয়েছে।
বাংলাদেশ জার্নাল /এমএইচ
%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%b9
Leave a Reply