শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বেশ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে ২০২৫ সালের ঈদুল ফিতর সোমবার, ৩১ মার্চ উদযাপিত হবে। সৌদি গেজেট এ খবর জানিয়েছে।
ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই ও অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য ও স্থানীয় চাঁদ দেখার ভিত্তিতে এই তারিখ নিশ্চিত করেছে।
ইন্দোনেশিয়াও শাওয়াল মাসের চাঁদ দেখতে ব্যর্থ হওয়ার পর সোমবারকে ঈদের প্রথম দিন ঘোষণা করেছে।
ভারতে শনিবার রমজানের ২৮তম দিন ছিল। সেখানে আশা করা হচ্ছে যে, রবিবার চাঁদ দেখা যাবে। সেই অনুযায়ী সোমবার ঈদ উদযাপিত হবে।
মালয়েশিয়ার আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) নিশ্চিত করেছে যে রবিবার খালি চোখে চাঁদ দেখা যাবে। যার ফলে ঈদ ৩১ মার্চ পড়েছে।
ব্রুনেই-ও একই ঘোষণা দিয়েছে। বলেছে, রবিবার সেখানে চাঁদ দেখা যাবে।
অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলও ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ শনিবার সূর্যাস্তের পর দেশটির পূর্ব ও পশ্চিম উভয় অংশে উদিত হবে।
এদিকে সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। ওমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ঈদুল ফিতর সোমবার উদযাপিত হবে।
ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে ঈদুল ফিতর সোমবার উদযাপিত হবে।
পাকিস্তান ও মালয়েশিয়াও সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।
%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%96-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b
Leave a Reply