ইন্টারের কোচ হয়ে আমি ভীষণ আনন্দিত: ইনজাগি 

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দুই লেগেই শুরুতে গোল হজম করে ঘুরে দাঁড়ানোর পথে ছিল বার্সেলোনা। প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনা দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল। মঙ্গলবার ইন্টার মিলানের মাঠেও দুই গোল হজম করে দারুণ প্রত্যাবর্তনে শেষ দিকে লিড নেয় কাতালানরা। কিন্তু নাটকের শেষ অঙ্কে লেখা ছিল ইন্টারের সাফল্য। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে গোল করে সমতা ফেরায় তারা। তারপর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলে রোমাঞ্চকর জয়ে নিশ্চিত করেছে ফাইনাল। ইন্টার কোচ সিমোন ইনজাগি বার্সার পারফরম্যান্সে মুগ্ধ হলেও নিজ দলের পারফরম্যান্সে ভীষণ গর্বিত। 

সেমিফাইনালের নাটকীয় দ্বিতীয় লেগে ইন্টারের জয়ের পর দলটির কোচ বলেছেন,‘প্রথমত, বার্সেলোনাকে ধন্যবাদ দিতে হবে। ওরা সত্যি শক্তিশালী একটা দল। তবে অসাধারণ ইন্টারের খেলোয়াড়দের জন্য হাততালি দিতেই হবে। দুই লেগে দৈত্যদের মতো পারফরম্যান্স। তাদের কোচ হয়ে আমি ভীষণ আনন্দিত। তাদের যা আছে, সবটুকুই নিংড়ে দিয়েছে।’

বিরতির আগে দুই গোলের অগ্রগামিতায় ছিল ইন্টার। তার পর বার্সা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে। কিন্তু যোগ হওয়া সময়ে ফ্রান্সেসকো আকারবি গোল করে সমতায় ফেরান ইন্টারকে। তার পর তো অতিরিক্ত সময়ে দলের জয় নিশ্চিত করেন ফ্রাত্তেসি। ইনজাগি শিষ্যদের পারফরম্যান্সের প্রশংসা করে বলেছেন, ‘আমরা সমস্যার মুখে পড়েছিলাম। কিন্তু আমরা হৃদয় দিয়ে সেসব প্রতিবন্ধকতা পার করতে পেরেছি। আমাদের হাতে যেসব অস্ত্র ছিল সেগুলো নিয়েই খেলার চেষ্টা করেছি। প্রথম লেগের পরই ম্যাচের পরিকল্পনা মাথায় ছিল। কিন্তু আত্মত্যাগ ও সহায়তার মিশেল ছাড়া এটা কখনও সম্ভব ছিল না।’


%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9a-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *