অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনের ৩৬তম বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ০০:৩৩, ২৮ মে ২০২৫  

অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনের ৩৬তম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনের ৩৬তম বৈঠকে সভাপতিত্ব করেন সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।


জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনের ৩৬তম বৈঠক।

জাতীয় সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদ সচিবালয়ের আগামী অর্থবছরসহ পরবর্তী দুই অর্থবছরের বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার।

বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য জাতীয় সংসদের পরিচালন ও উন্নয়ন খাতে মোট ১৫৪ কোটি ৪ লাখ ৫ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৩২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন এবং ২০২৬-২৭ অর্থবছরে ২৪৩ কোটি ৬০ লাখ টাকা ও ২০২৭-২৮ অর্থবছরে ২৫৫ কোটি ৭৮ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে ৩৫তম সংসদ সচিবালয় কমিশনের বৈঠকের কার্যবিবরণী উপস্থাপন করা হয় এবং সে বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পগুলোর বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মোঃ মিজানুর রহমান এনডিসি।

ঢাকা/এএএম/রাসেল


%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%9a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *