অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়াল

প্রকাশিত: ১৭:৫৩, ৭ মে ২০২৫  
আপডেট: ১৭:৫৪, ৭ মে ২০২৫

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়াল


অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। করদাতাদের চাহিদা ও মতামতের পরিপ্রেক্ষিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। এবছর ইতোমধ্যে ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

বুধবার (৭ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আয়কর দিবস-পরবর্তী সময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু রেখেছে। এখন রিটার্ন দাখিলের পর কোনো ভুল পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের জন্য ১৮০ দিনের মধ্যে ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন করদাতারা। আজ পর্যন্ত ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদ নেওয়ার জন্য অনলাইন সেবা গ্রহণে করদাতাদের উৎসাহ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড ৷ 

ঢাকা/এনএফ/রফিক


%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *