সিলেটে ছুরিকাঘাতে ফেরিওয়ালা খুন

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সিলেটের বিশ্বনাথে নিপেশ তালুকদার (৪২) নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছেন।

নিপেশ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট শহরের জালালাবাদ থানার তেমুখিস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করতেন। রবিবার (২০ এপ্রিল) রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পীরের বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেলে করে বিভিন্ন বাজারে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। রবিবার সন্ধ্যায় মালামাল বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিম পাশে যাওয়ার পথে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় নিপেশ দৌড়ে পীরের বাজারের ব্যবসায়ী আকদ্দুছ আলীর চায়ের দোকানে গিয়ে প্রাণভিক্ষা চান। তবে স্থানীয়রা হাসপাতালে নিতে প্রস্তুতি নেওয়ার আগেই তিনি মারা যান।

খবর পেয়ে রাত ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

নিহত নিপেশ তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানার তেমুখিস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়ায় বসবাস করে আসছিলেন।

বাংলাদেশ জার্নাল/এমএইচ


%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%93%e0%a6%af

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *