গত অর্থবছরের তুলনায় ৬.৪১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে রিজার্ভ বিপিএম-৬ (ব্যালেন্স অব পেমেন্ট ম্যানুয়াল-৬) হিসেবে ২৬.৬৬ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার আইএমএফের হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ ছিল ৩০.৫১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আইএমএফের হিসাব অনুযায়ী আজ দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ২ হাজার ৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার দাঁড়িয়েছে। একই সময়ে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৮ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ বর্তমানে ১ হাজার ৮০০ কোটি ডলারের বেশি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যকে জানান, আইএমএফের হিসাব অনুযায়ী আজ দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে দুই হাজার ৬৬৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ১৬৮ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৮০০ কোটি ডলারের বেশি।
বাংলাদেশ জার্নাল/এমবিএস
%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf-%e0%a7%ac
Leave a Reply