ভারতে ইউটিউবে বন্ধ যমুনাসহ বাংলাদেশি চার টিভি চ্যানেল

ভারত সরকারের অনুরোধে ইউটিউব থেকে বাংলাদেশি অন্তত চারটি টেলিভিশন চ্যানেল সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাব। ব্লক হওয়া চ্যানেলগুলো হলো— যমুনা টেলিভিশন, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভি।

বিবিসি লিখেছে, এই চারটি চ্যানেল বর্তমানে ভারতের ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না। যদিও বাংলাদেশের অন্যান্য টিভি চ্যানেল ইউটিউবে দেখা যাচ্ছে। 

এই চারটির ক্ষেত্রে ইউটিউব ব্যবহারকারীরা পাচ্ছেন একটি বার্তা: ‘এই কনটেন্টটি সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে ভারতে উপলব্ধ নয়।’

ডিসমিসল্যাব জানিয়েছে, তারা ভিপিএনের মাধ্যমে মোট ৩৮টি বাংলাদেশি টিভি চ্যানেল পর্যবেক্ষণ করে এই চারটি চ্যানেলকে ব্লক অবস্থায় পেয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, যমুনা টেলিভিশন ইউটিউব থেকে একটি অফিসিয়াল নোটিশ পেয়েছে, যেখানে তাদের চ্যানেল ব্লক করার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

ভারতের তথ্যপ্রযুক্তি আইনের আওতায়, দেশটির সরকার যদি কোনো কনটেন্টকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে করে, তবে ইউটিউবকে তা ব্লক করতে নির্দেশ দেওয়ার আইনগত ক্ষমতা রয়েছে।

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার) জানায়, ভারতের অনুরোধে তাদের প্রায় ৮ হাজারটি অ্যাকাউন্ট সেদেশে ব্লক করা হয়েছে।


%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%af%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *