দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ৮৯.৪ ওভারে ৩০৩/৭ (তাইজুল ১১*, মিরাজ ২১*; এনামুল ৩৯, মুমিনুল ৩৩, সাদমান ১২০, শান্ত ২৩, জাকের ৫, মুশফিক ৪০, নাঈম ৩), লিড ৭৬ রান।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৯০.১ ওভারে ২২৭/১০( সিগা ১৮*: বেনেট ২১, কারান ২১, আরভিন ৫, উইলিয়ামস ৬৭, মাধেভেরে ১৫, মাসাকাদজা ৬, এনগারাভা ০, মাসেকেসা ৮, ওয়েলচ ৫৪,মুজারাবানি ২)
লিড বাড়িয়ে নেওয়ার আশায় তৃতীয় দিন শুরু বাংলাদেশের
জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করার পর বাংলাদেশ প্রথম ইনিংসে তাদেরকে দারুণ জবাব দিয়েছে। দ্বিতীয় দিন সাদমান ইসলামের সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২০৫ রানে চা বিরতিতে যাওয়া বাংলাদেশ শেষ সেশনে বিপর্যয়ের মুখে পড়ে। ২৫৯ থেকে ২৭৯ রানে চার উইকেট হারায় বিকালের সেশনে। ৭ উইকেটে ২৯১ রানে দিনের খেলা শেষ করে তৃতীয় দিন লিড সমৃদ্ধ করার আশায় স্বাগতিক দল। গতকাল তারা ৬৪ রানের লিড নিয়ে মাঠ ছেড়েছিল। ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0
Leave a Reply